কিভাবে একটি ফ্রী ব্লগ সাইট বানাব? How to create a free blogg site by gogle
কিভাবে ব্লগ তৈরী করবো:- ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার একটি ভালো মাধ্যম হচ্ছে ফ্রি ব্লগ সাইট বানিয়ে লেখা-লিখি শুরু করা। বর্তমানে blogger.com থেকে সম্পূর্ণ ফ্রীতে একটি personal blog তৈরী করা যায়। তাই,আমরা এই পোস্টে ফ্রী ব্লগ খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার একটি সফল ও সুরক্ষিত মাধ্যম হচ্ছে ব্লগিং আরাম্ভ করা।বর্তমানে blogger.com ও WordPress এই দুটি প্লাটফর্ম দ্বারা খুব সহজে ব্লগ তৈরী করা যায়।
ওয়ার্ডপ্রেস এর সাহায্যে ব্লগ ওপেন করতে কিছু পয়সা খরচ হয় ও তার প্রসেস একটু জটিল। কিন্তু Google এর blogger হচ্ছে সম্পূর্ণ ফ্রী ও এর মধ্যে ব্লগ ওপেন করা খুব সহজ।
এই আর্টিকেলে Blogger এরমধ্যে ব্লগ কিভাবে ওপেন করবেন তার পুরো প্রক্রিয়াটি আলোচনা করবো।(how to create a blog in bengali)
ফ্রেন্ডস,এই প্লাটফর্মে আপনি কাজ করে মাসে ২৫-৩০ হাজার টাকা অনায়াসে কমিয়ে নিতে পারবেন।তবে,ব্লগিং শুরু করার আগে কিছু বেসিস জিনিস বা শিক্ষা আছে যেগুলি সেগুলি শিখে নেওয়া প্রয়োজন।
ব্লগিং হচ্ছে এমন পেশা যেখানে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই প্লাটফর্মকে ব্যাবসাতে পরিনিত করেছে। আজ ব্লগিং করে বহু মানুষ হাজার হাজার টাকা আয় করছেন,
তাই আপনিও এই প্লাটফর্মকে কাজে লাগিয়ে ভালো রকম প্রফিট কামতে চাইলে নিচের পোস্টটি ভালো করে পড়ুন।
ব্লগার কি?কিভাবে ব্লগ তৈরী করবো ও ব্লগারে ব্লগ বানানোর জন্য কিসের প্রয়োজন?
ব্লগার কি:-
blogger হচ্ছে একটি গুগলের প্রোডাক্ট যেমন youtube,gmail ওই গুলি গুগলের সার্ভিস।blogger.com নির্মিত করা হয়েছে সেই লোকেরা উদেশ্যে,যারা তাদের লেখা-লিখি সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ বানিয়ে অনলাইনে পাবলিশ করতে পারে।
যারা ভিডিও বানিয়ে ফ্রীতে অনলাইনে পাবলিশ করতে চান তারা youtube প্লাটফর্মকে বেঁছেনিন।সেই ভাবে যারা লেখা-লেখি পছন্দ করেন তাদের জন্য blogger হচ্ছে একটি ভালো প্লাটফর্ম।
ফ্রেন্ডস গুগল আমাদের ইন্টারনেট থেকে টাকা উপার্জন করার ২ টি সুরক্ষিত প্লাটফর্ম উপহার করেছে। একটি হচ্ছে youtube ও অপরটি blogger.
গুগলের এই সার্ভিস বা প্লাটফর্ম গুলির সাহায্যে যেকেউ একটি ওয়েবসাইট তৈরী করতে পারে।আমাদের দেশ বহু মানুষ এই প্লাটফর্ম থেকে ফ্রী ব্লগ বানিয়ে আজ বড় বড় নামকরা ব্লগার রূপে পরিচিতি পেয়েছেন।
ব্লগার একাউন্ট কিভাবে খুলবো বা ব্লগারে ব্লগ বানানোর জন্য কিসের প্রয়োজন?
ব্লগারের মধ্যে একাউন্ট ওপেন করা খুবই সহজ,শুধু আপনার একটি Google বা Gmail একাউন্টের এর দরকার পড়বে।
এছাড়া আপনি একটি “gamil id“ থেকে অনেক গুলি ব্লগার একাউন্ট ওপেন করতে পারবেন।
তাই আগে থেকে Gmail একাউন্ট থাকলে ওই id এরমধ্যে ব্লগার একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
আর যদি আপনাদের gmail id নেই অথবা নুতুন Gmail বানাতে চান তাহলে এখানে জেনেনিন – নুতুন Gmail account কিভাবে খুলবেন?
বন্ধুগণ,আগেই বলেছি ব্লগার হচ্ছে সম্পূর্ণ ফ্রী প্লাটফর্ম।এখানে gamil id দিয়ে ব্লগ বানাতে এক পয়সা ও খরচ হয় না।
আপনার ব্লগ তৈরী পর সেখানে আর্টিকেলে পাবলিশ করতে শুরু করুন ,ধীরে ধীরে তারমধ্যে ট্রাফিক এলে এডসেন্স দ্বারা সেই ব্লগ থেকে ভালো পরিমান উপার্জন করতে পারবেন।
ব্লগ কি ও কিভাবে ব্লগ থেকে টাকা যায় করবেন?
তাহলে বন্ধুরা আবার কিভাবে একটি ব্লগার ব্লগ বানাবেন সেটি স্টেপ বই সাথে দেখেনি।
কিভাবে ব্লগার ব্লগ তৈরী করবেন (how to open Blogger blog):-
ফ্রেন্ডস ব্লগারে এরমধ্যে ব্লগ তৈরি করার জন্য কিছু ইলেকট্রিক ডিভাইস এর প্রয়োজন পড়ে,যেমন laptop-computer ও সঙ্গে একটি ভালো ইন্টারনেট যোগাযোগ থাকা প্রয়োজন।
এছাড়া আপনার যদি একটা ভালো কম্পিউটার কিবোর্ড থাকে তাহলে আপনার দ্রুত টাইপিং করতে সুবিধা হবে।
ব্লগিং ক্ষেত্রে টাইপিং খুবই গুরুত্বপূর্ণ,আপনি যত তাড়াতাড়ি ও সুন্দর টাইপিং করতে পারবেন আর্টিকেল তত তাড়াতড়ি কমপ্লিট করতে পারবেন।
আমি আগেই বলেছি,ব্লগারে এরমধ্যে ব্লগ ওপেন করতে একটি জিমেইল আইডির দরকার পরে।
আশাকরি,আপনাদের জিমেইল অলরেডি তৈরী হয়েগেছে ও উপরে বলা ওইসব সরঞ্জাম গুলো আপনাদের কাছে মজুদ রয়েছে।
এবার নিচে আমরা step-by-step আলোচনা করব,সেগুলো ফলো করে ফ্রিতে ব্লগার ব্লগ ওপেন করেনিন।
স্টেপ1- নিজের Google account লগইন করুন।
ফ্রেন্ডস,কম্পিউটারের মধ্যে গুগল ওপেন করুন সেখানে blogger.com লিখে ওয়েবসাইটটি ওপেন করুন।
ওয়েবসাইট ওপেন হলে হোমস্ক্রীন এরমধ্যে “create your blog” লেখা আছে ওখানে ক্লিক করুন।
এরপর আপনার ভেরিফাই জিমেইল আইডি দিয়ে লগইন করুন।
স্টেপ 2ঃঃএখন আপনার ব্লগের নাম chosse করুন।
যেমন আমার ব্লগের নাম হচ্ছে “blogger tune
এরকম আপনারা নিজের পছন্দের একটি নাম ফাঁকা স্থানে লিখে ফেলুন।নজের ব্লগের নাম চুষ হয়ে গেলে নেক্সট ক্লিক করুন।
নেক্সট ক্লিক করার পর দ্বিতীয় পেজে আপনাকে নিজের ব্লগের জন্য এড্রেস চুষ করেনিতে হবে। যেমন আমি “bloggertune.blogspot.com” এই ব্লগের এড্রেসটি চুষ করেছি।
সেইরূপ আপনারা নিজের ব্লগ নাম অনুসারে একটি ব্লগের এড্রেস চুষ করেনিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন